উখিয়ায় ‘জঙ্গি উস্কানিমূলক’ ভিডিওসহ এক ব্যক্তি আটক

কক্সবাজারের উখিয়ায় ‘জঙ্গি উস্কানিমূলক’ ভিডিওসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2017, 09:38 AM
Updated : 5 Oct 2017, 09:45 AM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পালংখালী বাজার থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন জানান।

আটক কামাল উদ্দিন (৪০) পালংখালী এলাকার আহমদ হোসেনের ছেলে।

এ সময় জঙ্গি তৎপরতার উস্কানিমূলক বেশকিছু ভিডিওচিত্র, একটি কম্পিউটারসহ কয়েকটি সামগ্রী জব্দ করা হয় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

মেজর রুহুল বলেন, কামাল উদ্দিন পালংখালী স্টেশনে কম্পিউটার দোকান পরিচালনা করেন। তার দোকানের কম্পিউটার ব্যবহার করে জঙ্গি তৎপরতার উস্কানিমূলক ভিডিওচিত্র ডাউনলোড করে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করা হচ্ছে খবরে বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের একটি দল অভিযান চালায়।

“এ সময় উস্কানিমূলক ভিডিওচিত্র সরবরাহকালে হাতে-নাতে কামালকে আটক করা হয়।”

জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ থানায় মামলা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।