হবিগঞ্জে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নজরুল ইসলাম হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 01:54 PM
Updated : 6 Sept 2017, 01:54 PM

বুধবার বেলা ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামের আব্দুল কাদির, ইব্রাহিম মিয়া, আব্দুল কাইয়ুম, ফরিদ মিয়া, ইসমাইল মিয়া ও সোহেল মিয়া।

এদের মধ্যে ইব্রাহিম মিয়া পলাতক রয়েছেন।

রায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয়মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এনাম মিয়া, আব্দুল আউয়াল, জুলন মিয়া ও ইকবাল মিয়া নামে চারজনকে  খালাস দিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দুবারিয়া গ্রামের আব্দুল কাদির এবং তার ভাতিজা নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে ২০১৪ সালের ১০ অক্টোবর রাতে কাদির তার ভাতিজা নজরুলকে নিজ বাড়িতে ডাকেন। ওই বাড়িতে যাওয়া মাত্র চাচা আব্দুল কাদির, চাচাত ভাই ইব্রাহিমসহ অন্যান্য আসামিরা তাকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান

খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা শাহেদা বেগম বাদী হয়ে পরদিন ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে আদালতে ১০ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় পুলিশ।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ।