রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা, ৯ জনকে দণ্ড

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহায়তা করায় নয়জনকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2017, 04:01 PM
Updated : 5 Sept 2017, 04:01 PM

টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা ভূমি কমিশনার প্রণয় চাকমা এ আদেশ দেন।

এর আগে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নাফ নদীর বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

ওসি মাইনউদ্দিন বলেন, কোস্টগার্ড ও বিজিবি তাদের থানায় দিলে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

“বিচারক তাদের দুই মাস থেকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।”

তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

তারা হলেন - আবুল কালাম (৪০), মোহাম্মদ শহীদুল্লাহ (২৬), মোহাম্মদ হোসেন (৫০), অলি আহমদ (২৬), মোহাম্মদ আমিন (৫২), এনায়েত উল্লাহ (২৮), নূর ইসলাম (২৫), মোহাম্মদ রজত (২৮) ও শফি উল্লাহ (৩৫)।