সাকিবের বাড়িতে কোরবানি হবে ৪ গরু

ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে এ বছর চারটি গরু ও দুটি ছাগল কোরবানি দেওয়া হবে বলে তার বাবা জানিয়েছেন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2017, 05:58 PM
Updated : 1 Sept 2017, 05:58 PM

সাকিবের বাবা মাসরুর রেজা বলেন, “আমি নিজে দুটি গরু ও দুটি ছাগল কিনেছি। আর জামাইবাড়ি থেকে এসেছে আরও দুটি গরু।”

তিনিও কোরবানির জন্য জামাইবাড়িতে দুটি গরু পাঠিয়েছেন বলে জানান।

সাকিব প্রতি ঈদেই বাড়ি আসলেও এ বছর চট্টগ্রামে টেস্ট থাকায় সেটা অনিশ্চিত।

মাসরুর রেজা বলেন, “সব বাবা-মা চান ঈদে তার সন্তানরা কাছে থাকুক। তবে সবার আগে দেশ।  দেশের জন্য কিছু করতে পারাটা বড় গর্বের।

“খেলার কারণে এখনও তার আসা নিশ্চিত নয়। তবে ঈদের দিন সকালে হেলিকপ্টার নিয়ে মাগুরা আসতে পারে। আসলেও দুপুরে আবার ফিরে যাবে ক্যাম্পে। এবার না আসতে পারলেও পরের ঈদে হয়ত আসবে।”

সাকিবের বড় চাচা মনোয়ার রেজা বলেন, “সাকিবের বাবা এবার স্থানীয় হাট থেকে কোরবানির জন্য এই দুটি গরু ও দুটি ছাগল কিনেছেন।”

সাকিব না আসলে এবার তার বাবা মাসরুর রেজার তত্ত্বাবধানে কোরবানি ও মাংস বিতরণ করা হবে বলে তিনি জানান।