মাদারীপুরে বাল্যবিয়ের চেষ্টা, কাজিসহ ১০ জনকে শাস্তি

দশ বছর বয়সী শিশুকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় বর ও কাজিসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে মাদারীপুরের একটি ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2017, 05:40 PM
Updated : 31 August 2017, 05:41 PM

জেলার শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদ জানান, বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ১২ বছর বয়সী ওই শিশুকে বহেরাতলা দক্ষিণ এলাকার আবুল কালামের ছেলে মো. জাকির হোসেনের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

খবর পাওয়ার পর কাজি অফিসে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ।

ইউএনও ইমরান বলেন, দোষ স্বীকার করায় বর মো. জাকির হোসেন (৩০), উপজেলা শহরের কাজি আবুল হোসেন (৩৮), শিশুর দুলাভাই মো. জালাল হোসেন (৩৪), চাচা শুক্কুর কাজিকে (৫৫) এক মাসের করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আর অন্য ছয়জনকে সাত থেকে ১৫ দিনের দণ্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান।