খুতবায় ‘মাদক বিরোধী বক্তব্য’, ইমামকে কুপিয়ে জখম

খুতবায় ‘মাদক বিরোধী’ ব্ক্তব্য দেওয়ায় শরীয়তপুর সদরে এক ইমামকে কুপিয়ে জখম করা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2017, 01:53 PM
Updated : 24 August 2017, 01:54 PM

বৃহস্পতিবার সকালে পৌরসভার বালুচড়া জামে মসজিদের ইমাম শরীফুল ইসলামের (৪৮) ওপর এ হামলা হয় বলে পালং মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান।

আহত ইমামকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমাম বলেন, গত শুক্রবার জুমার সময় তিনি মাদক বিরোধী ও সুন্নাতের বিষয় আলোচনা করেন। বৃহস্পতিবার ফজরের নামাজের পর মুসল্লিরা চলে যাওয়ার পর মসজিদের ভেতর ছিলেন তিনি।

“এ সময় স্থানীয় স্থানীয় সলেমান সরদার এসে জুমার খুতবায় কেন মাদক বিরোধী আলোচনা করা হয়েছে জানতে চায়। পরে বাকবিতণ্ডার এক পর্যায়ে সলেমান প্রথমে কিল ঘুষি মারে। পরে চাপাতি দিয়ে কোপায়।”

তার চিৎকারে স্থানীয়রা এসে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

ওসি মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে ইমাম শরীফুল ইসলাম বাদী হয়ে সলেমানকে আসামি করে মামলা করেছেন। পরে সলেমানকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে দুপুরে মানববন্ধন করেছে জেলা ইমাম পরিষদ। মানববন্ধন থেকে তারা সলেমানের শাস্তি দাবি করেছেন।