ফেনীতে এনজিও কর্মীকে ছুরি মেরে মোটরসাইকেল ছিনতাই

ফেনীতে এক এনজিও কর্মীকে ছুরি মেরে মোটরসাইকেল ও লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2017, 10:43 AM
Updated : 24 August 2017, 10:43 AM

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান।

আহত মো. তোফায়েল আহম্মেদকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুল আলম জানান, আহতের পেটে একাধিক ছুরিকাঘাত করায় তার নাড়ি-ভূড়ি বেরিয়ে এসেছ। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তোফায়েল বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসডিআই এর ক্ষুদ্রঋণ কার্যক্রমের কর্মী বলে জানান প্রতিষ্ঠানটির ফেনী জোনাল অফিসের ব্যবস্থাপক আরশাদ আলী।

তিনি বলেন,  দুপুরে তোফায়েল আহম্মেদ মাঠ পর্যায়ে গ্রাহকদের থেকে কিস্তির প্রায় লক্ষাধিক টাকা সংগ্রহের পর মোটরসাইকেলে করে শহরের পাঠানবাড়ি অফিসে ফিরছিলেন। মোহাম্মদ আলী এলাকায় পৌঁছলে তিন দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে।

“এক পর্যায়ে তারা তোফায়েলের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির হলে তারা তোফায়েলের পেটে ছুরিকাঘাত করে টাকা ও মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।”

স্থানীয়রা তোফায়েলকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।

ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

“তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি।পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”