গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে গুলি করে ছিনতাই চেষ্টা, আটক ২

ঝিনাইদহে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাই করার সময় দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 11:30 AM
Updated : 20 August 2017, 01:24 PM

রোববার দুপুরে শৈলকুপা উপজেলার ভাটই বাজারের পাশে গ্রামীণ ব্যাংকের দুধসর শাখার সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যাংকের সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক তাছির উদ্দিনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যাংকের কর্মচারী জাহেদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে গ্রামীণ ব্যাংকের দুধসর শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক তাছির উদ্দিন ভাটই বাজার থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেল করে অফিসে আসচ্ছিলেন।

“গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছলে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সম্য় তাছির উদ্দিন টাকার ব্যাগসহ এক ডাকাতকে ঝাপটে ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে অন্য এক ছিনতাইকারী তাকে গুলি করে।”

জাহেদুল জানান, অন্য দুজন মোটরসাইকেলে উঠে পালানোর চেষ্টা করে। এ সময় তিনি ও আশপাশের লোকজন ছুটে এসে ধাওয়া করে আরেকজনকে আটক করে। আটক হওয়ার আগে সে তার পিস্তলটি পাশের ডোবায় ছুড়ে ফেলে দেয়। 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলি শেখ জানান, গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাইপপুর গ্রামের এয়াকুব বিশ্বাসের ছেলে এমদাদ হোসেন ও কুমিল্লার মুরাদনগর উপজেলার ফুল্লা গ্রামের হারুন মিয়ার ছেলে মো. আলামিন। 

ফায়ার সার্ভিসের সদস্যরা ডোবার পানি সেচে পিস্তল উদ্ধারের চেষ্টা করছেন। শৈলকুপা থানায় মামলা হয়েছে। বাকি ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।