প্রধানমন্ত্রী দিনাজপুর যাচ্ছেন রোববার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন রোববার।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2017, 10:21 AM
Updated : 19 August 2017, 04:56 PM

দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে দিনাজপুর অবতরণ করবেন প্রধানমন্ত্রী।

“বেলা ১১টায় দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করবেন।”

এ লক্ষ্যে দিনাজপুর জিলা স্কুলে মঞ্চ তৈরি করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। 

ফাইল ছবি

এরপর প্রধানমন্ত্রী বিরল উপজেলার তেঘরা হাইস্কুল আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন বলেও জানান তিনি।

নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে প্রধানমন্ত্রী কুড়িগ্রামের উদ্দেশে দিনাজপুর ত্যাগ করবেন বলে জেলা প্রশাসক জানান।

প্রধানমন্ত্রীর দিনাজপুর আগমন এবং সফরসূচি সফল করতে সার্বিক দিক তদারকি করছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

ইকবালুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী জনসভা করতে আসছেন না; তিনি দিনাজপুরের আসছেন বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে।

এছাড়া আগামীতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশ দিবেন তিনি।