ময়মনসিংহে মাছের খামারে মিলল নিখোঁজ কলেজ ছাত্রের লাশ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে পূর্ব বিরোধের জেরে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 12:28 PM
Updated : 18 August 2017, 12:30 PM

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে উপজেলার কুশমাইল ইউনিয়নের গোরকা তালতলা গ্রামের একটি মাছের খামার থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান।

নিহত আফজাল হোসেন (২০) ওই গ্রামের কাজী ছফির উদ্দিনের ছেলে এবং ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত বুধবার বাড়ি থেকে নিখোঁজ হন তিনি।  

আটককৃতরা হলেন একই এলাকার দুদু মিয়া, দুলাল হোসেন ও সোহেল মিয়া।

ওসি কবিরুল বলেন, গত বুধবার বুধবার বাড়ি থেকে বের হওয়ার পর আফজালের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

“সকালে তালতলা গ্রামের একটি মাছের খামারে একজনের লাশ পড়ে থাকতে দেখতে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। খবর পেয়ে আফজালের পরিবারের লোকজন সেখানে গিয়ে তার লাশ শনাক্ত করেন।”

তিনি বলেন, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”

নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামের তিনজনকে আটক করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

আফজালের মা লাইলি বেগম বলেন, “বাড়ির পাশে রাস্তা নির্মাণ নিয়ে দুদু মিয়া গংদের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এর জেরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।