বন্যায় নেত্রকোণার ২৩৬ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বন্যার পানি ঢুকে পড়ায় নেত্রকোণার ২৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2017, 01:26 PM
Updated : 14 August 2017, 01:27 PM

সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম রিয়াজ উদ্দিন এ কথা জানান।

তিনি বলেন, বন্যার পানি প্রবেশ করায় আটটি উপজেলার ২৭৩টি প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেছে। এর মধ্যে কলমাকান্দায় ১৫০টি, দুর্গাপুরে ৬৫ টি, মোহনগঞ্জে নয়টি,পূর্বধলায় পাঁচ, বারহাট্টায় ৩৬, সদরে পাঁচটি, আটপাড়ায় তিনটি ও মদন এবং খালিয়াজুরীতে একটি করে স্কুল বন্ধ রয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা  আবু তাহের জানান,  জেলার সবকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  সোমবার তেমন বৃষ্টি না হলেও দুর্গাপুর, কলমাকান্দা ও  পূর্বধলার লোকজন পানিবন্দি হয়ে আছে।

“কংস নদীর পানি ১৭৬ সেন্টিমিটার, সোমেশ্বরী ৭  সেন্টিমিটার,  উদ্ধাখালীর পানি ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ”