শেরপুরে কৃষক হত্যা একজনের যাবজ্জীবন

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক নিজাম উদ্দিন হত্যায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2017, 12:24 PM
Updated : 31 July 2017, 12:24 PM

সোমবার শেরপুরের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবেদ আলী (৪১) সদর উপজেলার সিরাজ আলীর ছেলে। তিনি পলাতক  রয়েছেন।

একইসঙ্গে তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আর সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পিপি ঈমাম হোসেন ঠাণ্ডু।

মামলার নথির বরাত দিয়ে অতিরিক্ত পিপি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামে ২০০৯ সালের ১২ জানুয়ারি সকালে প্রতিপক্ষ আবেদ আলী ও তার লোকজনের ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নিজাম উদ্দিন।রাতে শেরপুর সদর হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় পরের দিন নিজাম উদ্দিনের ভাই মীরজাহান বাদী হয়ে আবেদ আলীসহ নয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে শেরপুর সদর থানার এসআই রজব আলী ২০০৯ সালের ৫ এপ্রিল আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।