খুলনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

খুলনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2017, 08:19 AM
Updated : 29 July 2017, 08:19 AM

হরিণটানা থানার ওসি সরদার মোশারফ হোসেন জানান, শনিবার সকালে নগরীর খুলনা-সাতক্ষীরা সড়কের রাজবাঁধ এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত হলেন - কৈয়া শৈখ আবুল কাশেম কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র অমিত সরকার (১৭) ও অটোরিকশাচালক রবিউল ইসলাম (২৫)।

অমিতের বাড়ি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

ওসি হোসেন বলেন, বিউটি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছিল। এ সময় রাজবাঁধ এলাকায় কৈয়াবাজারের দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

“ঘটনাস্থলেই অটোরিকশাচালক রবিউল মারা যান। আহত আরও চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অমিতের মৃত্যু হয়।”

লাশ ওই হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানিয়েছেন ওসি হোসেন।