বান্দরবানে পাহাড় ধস, কয়েকজন ‘মাটিচাপা’

প্রবল বর্ষণের মধ্যে বান্দরবানের রুমা উপজেলায় সড়কে পাহাড় ধসে পড়ে কয়েকজন মাটিচাপা পড়ার খবর পাওয়া গেছে। 

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 08:08 AM
Updated : 23 July 2017, 08:49 AM

রোববার দলিয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হক।

এরপর থেকে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে বলে ইউএনও জানান।

ইউএনও জানান, বান্দরবান থেকে যাত্রীবাহী একটি বাস রুমা যাওয়ার পথে বেলা ১১টার দিকে দলিয়ানপাড়া এলাকায় পৌঁছলে পাহাড় ধসে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়।

“যাত্রীরা বাস থেকে নেমে পাহাড় ধসের জায়গাটি হেঁটে পার হচ্ছিলেন। প্রথমে ৪/৫ জন যাত্রী পার হয় যান। কিন্তু পরে আরও কয়েকজন যাত্রী পার হওয়ার সময় তাদের উপর পাহাড় ধসে পড়ে। এতে ৬ থেকে ৭ জন যাত্রী মাটিচাপা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।”

ওই বাসে ১২ জন যাত্রী ছিলেন জানিয়ে ইউএনও বলেন, সেনাবাহিনীর ১৯ ইসিবির একটি দল অভিযান চালিয়ে তিন জনকে জীবিত  উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।