মুক্তিযোদ্ধা ও নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ (৭০) আর নেই।
Published : 17 Jul 2017, 11:55 PM
সোমবার সান্তাহার শহরের ইয়ার্ড কলোনীর নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।
শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলামের বড় মামা। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে আছে।
তার বড় ছেলে জাকারিয়া হাসান জুয়েল বলেন, “আমার বাবা বেশকিছু দিন ধরে ক্যান্সার, কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বাসায় তিনি মারা যান।”
মঙ্গলবার সান্তাহার ইয়ার্ড কলোনী ঈদগাহ মাঠে সকাল ১০টায় শহীদুল্লাহ’র প্রথম জানাজা, রাণীনগর মহিলা কলেজ মাঠে সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা ও তার বাড়ি রাণীনগরের বোদলা গ্রামের স্কুল মাঠে দুপুরে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মুক্তিযোদ্ধা শহীদুল্লা ‘র মৃত্যুতে সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, রাণীনগর উপজেলা প্রেসক্লাব, ও নওগাঁ প্রেসক্লাব শোক জানিয়েছে।