কুমিল্লায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

কুমিল্লায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে ‘গর্ভে মেয়ে সন্তান ধারণ’ করায় স্বামী হত্যা করেছে বলে স্বজনদের দাবি।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2017, 09:07 AM
Updated : 10 July 2017, 09:07 AM

দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, দেবিদ্বার উপজেলার শিবপুর গ্রাম থেকে সোমবার সকালে ইয়াসমিন আক্তারের লাশ উদ্ধার করা হয়।

ইয়াসমিন ওই এলাকার মেস্তফা আহমেদের স্ত্রী।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফাকে আটক করা হয়েছে বলে ওসি মিজানুর জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইয়াসমিনের বাবা কবির হোসেন বলেন, প্রায় এক বছর আগে মোস্তফার সঙ্গে ইয়াসমিনের বিয়ে হয়। এরপর থেকে মোস্তাফা যৌতুকের দাবিতে ইয়াসমিনকে মারধর করত।

“সম্প্রতি ইয়াসমিন অন্তঃস্বত্ত্বা হওয়ার পর পরীক্ষা করে তার গর্ভে মেয়ে সন্তান রয়েছে বলে মোস্তাফা জানতে পারে। এরপর থেকে ইয়াসমিনের উপর নির্যাতন আরও বেড়ে যায়।”

এর জের ধরেই রোববার রাতে মোস্তাফা তার মেয়েকে হত্যা করেছে কবির হোসেন দাবি করেন।  
ওসি মিজানুর বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ইয়াসমিনের লাশ তারা উদ্ধার করেন। তবে তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই।

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।