বান্দরবানে পাহাড় ধসে নারীর মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2017, 04:08 AM
Updated : 6 July 2017, 04:12 AM

নাইক্ষ্যংছড়ি থানার ওসি তৌহিদ কবির জানান, ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম পাড়ায় বুধবার সন্ধ্যায় হঠাৎ পাহাড় ধসে পড়লে ছেমুনা খাতুন (৪৪) নামে স্থানীয় এক নারীর মৃত্যু হয়।

নিহত ছেমুনা ঘুমধুম পাড়ার মোহাম্মদ মাজেদের স্ত্রী।

দুর্ঘটনায় ছেমুনার মেয়ে আমেনা খাতুন (২৫) আহত হলে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে সাংগু ও মাতামুহুরী নদীর পানি নামতে শুরু করলেও শহরের বালাঘাটা এলাকায় বড়পুল সেতুটি এখনও পানির নিচে রয়েছে। ফলে বান্দরবানের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ আছে।

এছাড়া রুমা উপজেলার দালিয়ানপাড়া এলাকার বেশ কটি সড়কে ধসে পড়া মাটির কারণে জেলা শহরের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।