পারাপারে অপেক্ষা কমেছে পাটুরিয়া-শিমুলিয়ায়

সারাদিন যানের দীর্ঘ সারি থাকলেও সন্ধ্যার পর পারাপারে অপেক্ষা কমেছে পাটুরিয়া ও শিমুলিয়া ঘাটে।

মানিকগঞ্জ প্রতিনিধিও মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 03:43 PM
Updated : 24 June 2017, 03:55 PM

শনিবার রাতে পাটুরিয়া ঘাটে অর্ধশতাধিক বাস ও শতাধিক পণ্যবাহী ট্রাক আর শিমুলিয়াতে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক বাস।

গাড়িগুলো ঘাটে আসার আধঘণ্টার মধ্যে ফেরিতে উঠে যাচ্ছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল।

তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক ফেরি ও উভয় ঘাটের পরিস্থিতি ভালো থাকায় ঘাট অনেকটাই ফাঁকা।

রাত ৯টার দিকে পাটুরিয়া পাড়ে ৫০টির মতো যাত্রীবাহী কোচ ও একশ ট্রাক পারের অপেক্ষায় ছিল বলে জানান তিনি।

তবে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাটে যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী কোচগুলো পাটুরিয়া-উথলী সড়কের প্রায় তিন কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সারিতে আটকা ছিল। এতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ।

পরে বিকালের দিক থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

পাটুরিয়া ঘাটে দায়িত্বপ্রাপ্ত জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, পাটুরিয়া ঘাটসহ মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

ঘাটে ট্রাফিক পুলিশ সুশৃঙ্খলভাবে যানবাহনগুলোকে ফেরিতে উঠতে সহায়তা করায় যানজট নেই বলে জানান তিনি।

শিমুলিয়া ঘাট বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, শনিবার ভোর থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়লেও বিকাল থেকে তা কমে যায়।

রাত সাড়ে ৯টায় পারাপারের অপেক্ষায় শতাধিক নাইট কোচ রয়েছে বলে জানান তিনি।