মানিকগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

মানিকগঞ্জে তিন বছর আগে আবদুল হালিম নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তিন ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2017, 07:39 AM
Updated : 25 April 2017, 08:46 AM

মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন হরিরামপুর উপজেলার আবদুর রাজ্জাক (৩০), সমির উদ্দিন (২৬) ও মফজেল মিয়া (২৮)। এদের মধ্যে মফজেল পলাতক।

যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, হরিরামপুরের বলড়া এলাকার বাসিন্দা আবদুল হালিম (৩৫) ২০১৪ সালের ১৬ মার্চ রাতে নিখোঁজ হন। সমিরের সঙ্গে তার বিরোধ ছিল বলে পরিবারের পক্ষ থেকে সে সময় পুলিশকে জানানো হয়।

এরপর ১৮ মার্চ পাশের লেছড়াগঞ্জ এলাকা থেকে হালিমের মোটর সাইকেলসহ সমিরকে আটক করে পুলিশ।

পরে সমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে হরিরামপুরের আন্ধারমানিক চর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় হালিমের লাশ উদ্ধার করা হয়।

ওইদিনই হালিমের স্ত্রী ফরিদা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর রাজ্জাক, মফজেল এবং বাতেন নামের আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সালাম জানান, তদন্ত শেষে ওই বছর ২২ ডিসেম্বর পুলিশ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে আদালত বিচার শুরু করে।

বিচার চলাকালে আসামি বাতেনের মৃত্যু হয়। বাকিদের মধ্যে মফজেল জামিন পাওয়ার পর থেকে পলাতক বলে জানান সালাম।