কুমিল্লা সিটির কাউন্সিলর গ্রেপ্তার

কুমিল্লা সিটি করপোরেশন এক কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে; যার বিরুদ্ধে নাশকতাসহ এক ডজনের বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।   

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2017, 09:15 AM
Updated : 21 April 2017, 09:15 AM

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আবদুস সালাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নগরীর ঠাকুপাড়া এলাকা থেকে একরাম হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়।

একরাম গত ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র সংসদের (বিএনপি- ছাত্রশিবির জোট) ক্রিড়া সম্পাদক ছিলেন। বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি সালাম বলেন, “নির্বাচনের পর সদর দক্ষিণ উপজেলার মাইনুল হক নামে এক ব্যক্তিকে ‘অপহরণ’ করেন একরাম। পরে একরাম ওই ব্যক্তিকে দিয়ে জোর করে সাদা স্ট্যাম্প পেপার ও চেক বইয়ে স্বাক্ষর করান।”   

এ ঘটনায় মাইনুলের পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন বলে জানান তিনি।

“রাতে ঠাকুরপাড়া এলাকায় একরামসহ কয়েক জন একটি বাড়িতে অবস্থান করছিল।এ সময় সেখান থেকে একরামকে আটক করে পুলিশ।”

তার বিরুদ্ধে কুমিল্লা সদর কোর্টে সন্ত্রাস বিরোধী, অস্ত্র-বিস্ফোরক, ও নারী-শিশু নির্যাতন দমনসহ ১৫টি মামলা রয়েছে বলে জানান ওসি ।