সাতক্ষীরার সীমান্তে আটক ১০ অনুপ্রবেশকারী

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর বাংলাদেশে ফেরার সময় সাতক্ষীরার সীমান্ত থেকে ১০ জনকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2016, 07:53 AM
Updated : 17 Nov 2016, 07:54 AM

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা শামসুল আলম জানান, বুধবার রাতে কলারোয়া উপজলোর মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

এদের মধ্যে বাবলা সরদার (২৮) নামে কলারোয়ার উত্তর ভাদিয়ালী গ্রামের আব্দুল আহাদ সরদারের ছেলেকে মানবপাচারের ‘দালাল’ বলছে বিজিবি।

বাকিরা সবাই বাগেরহাটের বিভিন্ন এলাকার বাসিন্দা, যাদের কাজের লোভ দেখিয়ে ভারতে নেওয়া হয়।

এদের মধ্যে রয়েছেন- লঞ্চঘাট এলাকার মো. কাইয়ুম (৩৫), তার স্ত্রী নাছিমা খাতুন (৩০), মেয়ে লাইলা বেগম (১৮) ও একই এলাকার রবিউল ইসলাম (২২); উত্তর ভাদুরি গ্রামের শাহিন (২৫) ও তার স্ত্রী আদরি আক্তার (২০); কেসি চালীতা গ্রামের রেবা বেগম  (৪০) ও হৃদয় খান; এবং মালা গ্রামের আলমগীর  হোসেন (৩০)।

তাদের উদ্ধৃত করে বিজিবি কর্মকর্তা শামসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজ দেওয়ার কথা বলে বাবলা অবৈধ পথে তাদের ভারতে নিয়ে যায়। রাতে মেইন পিলার ১৩/৩-এস ১০ আরবি সীমান্তের কাছ দিয়ে তাদের নিয়ে দেশে ঢোকার সময় সবাইকে আটক করা হয়।

আটক ১০ জনকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।