বরিশালে সেতু ভেঙে ২ উপজেলার সঙ্গে যোগাযোগ বন্ধ

বরিশালের মুলাদীতে একটি বেইলি সেতু ভেঙে জেলা শহরের সঙ্গে দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2016, 11:38 AM
Updated : 17 Sept 2016, 11:38 AM

শনিবার সকালে মুলাদী উপজেলার প্যাদারহাট সংলগ্ন বেইলি সেতুটি একটি ট্রাকসহ ভেঙে পড়ে বলে জানান মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার মিয়া।

ফলে বরিশাল জেলা সদরের সঙ্গে মুলাদী ও হিজলা উপজেলার যান চলাচল বন্ধ রয়েছে।

ইউএনও বলেন, সকাল ৮টার দিকে চাল বোঝাই একটি ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

“ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।ট্রাকটি সরিয়ে নেওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতু মেরামতের কাজ শুরু করতে পারবে।”

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ শাহেদ জানান, ভেঙে পড়া সেতুটি সংস্কারে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।