কুমিল্লায় ভাতিজিকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড

কুমিল্লায় দশ বছর বয়সী ভাতিজিকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2016, 12:16 PM
Updated : 4 Sept 2016, 12:16 PM

রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরনাহার বেগম শিউলী এ রায় দেন।

রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

দণ্ডিত মো. আব্দুল কাদের ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমি (আনন্দপুর) গ্রামের লিলু মিয়ার ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সনের ২৮ নভেম্বর দুপুরে কুপিবাতির কাঠের স্ট্যান্ড দিয়ে মাথায় আঘাত করে স্কুলছাত্রী সোনিয়া আক্তারকে (১০) হত্যা করেন চাচা আব্দুল কাদের।

পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।

কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান লিটন জানান, এ ঘটনায় পরদিন (২৯ নভেম্বর) নিহত সোনিয়া আক্তারের বাবা মো. আলম বাদী হয়ে সহোদর মো. আব্দুল কাদেরকে আসামি করে থানায় মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুকুল বিকাশ বড়ুয়া ২০০৬ সনের ১৬ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি জালাল উদ্দিন আহমেদ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নাইমা সুলতানা মুন্নী।