শিমুলিয়া-কাওড়াকান্দি রো রো ফেরি বন্ধ

পদ্মায় নাব্যতা কম থাকায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে রো রো ফেরি বন্ধ রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 07:25 AM
Updated : 22 August 2016, 07:25 AM

সোমবার ভোর ৪টা থেকে এই রুটে রো রো ফেরি চলাচল বন্ধ হওয়ার পর কে টাইপ, ডাম্প ও ছোট আকারের ফেরি চলছে এখন।

এই রুটে বহরের ১৭টি ফেরির মধ্যে ১১টি ফেরি চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালেদ জানান, এই রুটের লৌহজং টার্নিংয়ে চ্যানেলে নাব্যতা কম থাকায় বিআইডব্লিউটিএ গত ১৫ দিন ধরে ড্রেজিং চালাচ্ছে। এখনও ড্রেজিং চলছে। তারপরও চ্যানেলের স্বভাবিকতা ফিরে আসেনি।

“এখন বাধ্য হয়ে রো রো ফেরি বন্ধ রাখা হয়েছে। চারটি কে টাইপ, পাঁচটি ডাম্প ও দুইটি ছোট আকারের ফেরি চলাচল করছে।”

তিনি জানান, যে ফেরিগুলো চলছে সেগুলো দিয়ে সাধারণত ট্রাক পার করা হয়। ছোট গাড়ি, বাস ও অন্যান্য যানবাহন মূলত রো রো ফেরি দিয়েই পার করা হয়।

রো রো ফেরি বন্ধ রাখায় যান পারাপার মারাত্মক ব্যাহত হচ্ছে। উভয় পারে তিন শতাধিক গাড়ি আটকা পড়েছে বলে তিনি জানান।