সাগর বর্মণ হত্যার নিন্দা ত্বকী মঞ্চের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলা কারখানায় মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে শিশু শ্রমিক সাগর বর্মণকে হত্যার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেছে ত্বকী মঞ্চ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2016, 12:09 PM
Updated : 25 July 2016, 12:09 PM

সোমবার ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি ও সদস্য সচিব হালিম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনায় রাকিব হত্যার বিচার তিন মাসের মধ্যে শেষ করে সরকার একটি নজির স্থাপন করেছিল।

সাগর হত্যার বিচারও দ্রুত সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।   

রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার জোবেদা টেক্সটাইল অ্যন্ড স্পিনিং মিলে ১০ বছরের শিশু সাগর বর্মণকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠে।

সাগর ও তার বাবা রতন বর্মণ ওই সুতা তৈরির কারখানার শ্রমিক।   

এ ঘটনায় রতন বর্মণ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন।

মামলার এক আসামি কারখানার কর্মকর্তা নাজমুল হুদাকে আটক করা হয়েছে।

গত বছরের ৪ অগাস্ট খুলনায় ১২ বছরের রাকিবকে ঠিক একইভাবে পায়ুপথে কমপ্রেসার দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় দুই জনের ফাঁসির রায় হয়েছে।