রংপুরে ‘মদ খেয়ে’ ১৪ মৃত্যুর মামলায় অভিযোগপত্র

রংপুর নগরীতে বিহারিপাড়ায় মদ পানের পর ১৪ জনের মৃত্যুর মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2016, 01:04 PM
Updated : 10 July 2016, 01:04 PM

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, রোববার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে মাদক বিক্রেতা আব্দুর রহিম ছইয়া, তার স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে মিঠু মিয়াসহ ২৪ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

অভিযোগপত্রের ২৪ আসামির মধ্যে ২২ জনকে ঘটনার পরপরই গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে ২১ জনই জামিনে বেরিয়ে আসেন। তবে প্রধান আসামি আব্দুর রহিম ছইয়া এখনও কারাগারেই আছেন। তার ছেলে মিঠু মিয়া ঘটনার পর থেকেই পলাতক।  

অভিযোপত্রের নথি থেকে জানা যায়, গত বছরের ২৮ সেপ্টেম্বর রাতে বিহারীপাড়ার মদ বিক্রেতা আব্দুর রহিম ছইয়ার বাড়িতে মদ পানের পর ট্রাকচালক, হেলপার, কসাই ও রং মিস্ত্রিসহ বিভিন্ন পেশার ১৪ জন মারা যান। এদের মধ্যে সাত জনই বিহারিপাড়ার বাসিন্দা।

এ ঘটনায় মৃত নাসিম ও মনুর বড় ভাই আমিন মিয়া বাদী হয়ে মদ বিক্রেতা আব্দুর রহিম ছইয়া, তার স্ত্রী হোসনে আরা ও ছেলে মিঠু মিয়াসহ ২৪ জনের নামে হত্যা মামলা করেন।