গাজীপুরে ২০ ইউপির ফল

গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2016, 07:05 PM
Updated : 23 April 2016, 07:05 PM

চেয়ারম্যান পদে ১৭টিতে আওয়ামী লীগ ও ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তার মধ্যে কাপাসিয়ার ১১টির মধ্যে ৯টি এবং শ্রীপুরের ৮ ইউপির সবকটিতে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

আর স্বতন্ত্রদের মধ্যে দুজন কাপাসিয়া ও একজন গাজীপুর সদর উপজেলায় বিজয়ী হয়েছেন।

সংশ্লিষ্টদের বরাত দিয়ে গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান জানান, শ্রীপুর উপজেলার বরমী ইউপিতে মো. বাদল সরকার, কাওরাইদ ইউপিতে মো. রফিকুল ইসলাম মন্ডল, তেলিহাটি ইউপিতে আবদুল বাতেন সরকার, মাওনা ইউপিতে মো. জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুরে মো. নুরুল ইসলাম নুরু, গোসিঙ্গায় শাহজাহান সরকার, রাজাবাড়িতে ফারুক আহমেদ, প্রহলাদপুরে নুরুল ইসলাম।

কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে আওয়ামী লীগের বিজীয়রা হলেন মো. আব্দুল হাই, বারিষাব ইউপিতে মো. আতাউজ্জামান বাবলু, ঘাগটিয়া ইউপিতে মো. সেলিম আহমেদ, কড়িহাতা ইউপিতে মো. মাহবুব আলম, সন্মানিয়া ইউপিতে মো. শাহাদাত হোসেন মাষ্টার, চাঁদপুর ইউপিতে মো. মিজানুর রহমান মাস্টার, তরগাঁও ইউপিতে মো. আইয়ুবুর রহমান শিকদার, কাপাসিয়া ইউপিতে সাখাওয়াত হোসেন প্রধান ও দুর্গাপুর ইউপিতে এম এ গাফফার।

স্বতন্ত্র প্রার্থীরা হলেন সিংহস্রী ইউপিতে মো. আশরাফ উদ্দিন খান আল আমিন ও টোক ইউপিতে শরীফ মোহাম্মদ ওয়াহিদ।

এছাড়াও গাজীপুর সদরের বাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রাথী মো. আক্তারুজ্জামান শুক্কুর বিজয়ী হয়েছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।