জেল মেশানো ২ হাজার কেজি চিংড়ি ধ্বংস

জেল মেশানোর কারণে চাঁদপুর শহরে দুই হাজার কেজি গলদা চিংড়ি মাটিচাপা দিয়েছে জেলা প্রশাসন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2016, 02:34 PM
Updated : 1 April 2016, 03:39 PM

শুক্রবার শহরের ইচলী এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের এসব চিংড়ি মাটিচাপা দেওয়া হয় বলে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল জানান।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদপুরে প্রায়ই বিশেষ জেল মিশ্রিত চিংড়ি এনে বিক্রি করা হয় এমন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়।

“এ সময় সদর উপজেলার হরিণা ফেরিঘাট, আলুর বাজার ও চাঁদপুর মাছঘাট এলাকা থেকে ২০টি বাক্সভর্তি দুই হাজার কেজি গলদা চিংড়ি পরিত্যক্ত অবস্থায় জব্দ করে কোস্টগার্ড।”

স্টেশন কমান্ডার জানান, এগুলো খুলনা থেকে বাসযোগে চাঁদপুরে বিক্রির জন্য আনা হয়েছিল। ওজন বাড়াতে প্রতিটি চিংড়ির ভেতর ১০০ থেকে ১৫০ গ্রাম জেল ঢোকায় ব্যবসায়ীরা।  

জেলা প্রশাসক বলেন, এসব চিংড়ির মাথার অংশে সিরিঞ্জ দিয়ে পুশ করে মেশানো জেল বিষাক্ত কি না তা পরীক্ষার জন্য জেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে চট্টগ্রামে ল্যাবরেটরিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।