ঝিনাইদহে ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ২০

ঝিনাইদহে ঝড়ে অন্তত ২০ জন আহত হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2016, 09:48 AM
Updated : 31 March 2016, 09:49 AM

এছাড়া বহু ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। নষ্ট হয়েছে নানা রবিশস্য।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ঝড়-বৃষ্টি হয়।

ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার জানান, সদর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিনাকুন্ডু উপজেলার উপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে গেছে। ব্যাপক বৃষ্টিপাতও হয়।

“এতে ফসলের ক্ষেত, গাছপালা, বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।”

বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে বলেও তিনি জানান।

জেলা প্রশাসক আরও জানান, আহতদের মধ্যে ১৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের কাজ চলছে বলেও তিনি জানান।