কক্সবাজারের পেকুয়ায় ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
Published : 03 Feb 2016, 01:26 PM
মঙ্গলবার গভীর রাতে পেকুয়ার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া জানান।
নিহত দেলোয়ার হোসেন (৬৫) পেকুয়ার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকার প্রয়াত আশরাফ আলীর ছেলে। তিনি এই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
“স্থানীয়দের কাছে খবর পেয়ে রাত দেড়টার দিকে পিকনিকস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
“পরে চিকিৎসদের পরামর্শে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
তার মাথা ও পিঠে ধারালো অস্ত্রের চারটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।