রাঙামাটিতে সরলেন আ.লীগের আরেক বিদ্রোহী

রাঙামাটি পৌরসভায় মেয়র পদ থেকে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2015, 05:11 PM
Updated : 25 Dec 2015, 05:11 PM

একই সময় তিনি আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরীর নৌকার পক্ষে কাজ করার ঘোষণাও দেন।

শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে অমর কুমার দে এ ঘোষণা দেন।

এর আগে গত মঙ্গলবার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী হাবিবুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর  ঘোষণা দিয়েছিলেন।

এখন এ পৌরসভায় আওয়ামী লীগের আর কোনো বিদ্রোহী প্রার্থী থাকল না।

নির্বাচনে অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে রইলেন বিদ্রোহীসহ বিএনপির দুইজন, জাতীয় পার্টির একজন এবং জনসংহতি সমিতির একজন।

সংবাদ সন্মেলনে উপস্থিত জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার বিদ্রোহী এই প্রার্থীর সরে দাঁড়ানোয় তাকে অভিনন্দন ও দলে স্বাগত জানান।

তিনি বলেন, দলীয় আনুগত্যের এই দৃষ্টান্ত দলের প্রত্যেক নেতা-কর্মীকে অনুপ্রাণিত করবে।

সংবাদ সন্মেলনে অন্যান্যর মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবুর রহমান, সহসভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক মো. মুসা মাতব্বর, আগে সরে দাঁড়ানো বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান হবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সবাইকে মিষ্টিমুখ করনো হয়।