৩ ঘণ্টা পর সচল শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস

ঘন কুয়াশায় কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2015, 03:03 AM
Updated : 8 Dec 2015, 03:23 AM

শিমুলিয়া বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, মঙ্গলবার সকাল ৮টায় ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশায় কারণে ভোর ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে আমানত শাহ, টাপলু, রামশ্রী ও ক্যামেলিয়া ফেরি আটকা ছিল। কুয়াশা কেটে গেলে সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

ফেরি চলাচল শুরু হলেও নদীর দুই পাড়ে প্রায় দেড় শতাধিক যান পারাপারে অপেক্ষায় রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি’র ওই কর্মকর্তা।