বগুড়ায় শিয়া মসজিদে হামলা তদন্তে কমিটি

বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে এলোপাতাড়ি গুলির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 12:42 PM
Updated : 29 Nov 2015, 12:42 PM

রোববার পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।

অতিরিক্ত ‍পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ও আব্দুল জলিলকে প্রধান করে গঠন করা ওই কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী পুলিশ সুপার হেড কোয়াটার আল আসাদ মোহাম্মদ মাহাফুজুল ইসলাম, বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম এবং শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব।

এদিকে হামলার পর শিয়া সম্প্রদায়ের নিরাপত্তার স্বার্থে হরিপুরে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব।

গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় কিচক হরিপুর গ্রামের আল মস্তেফা মসজিদে হামলা চালায় তিন যুবক। তাদের এলোপাতাড়ি গুলিতে মুয়াজ্জিন নিহত এবং ইমামসহ তিনজন আহত হন।

হামলার এই ঘটনায় মসজিদের কোষাধ্যক্ষ করা মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে আরও দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

মহররমে ঢাকায় শিয়া মুসলিমদের সমাবেশে বোমাহামলার এক মাসের ব্যবধানে বগুড়ায় একই সম্প্রদায়ের উপর হামলা হল।

এসব হামলার জন্য মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস দায় স্বীকার করেছে বলে দাবি উঠলেও সরকার বলছে, এই দলটির তৎপরতা বাংলাদেশে নেই।

বগুড়ায় হামলার আগের দিন ঢাকায় জেএমবির কয়েকজন সদস্যকে আটকের পর পুলিশ দাবি করেছে, শিয়াদের সমাবেশে তারাই হামলা চালিয়েছিল।