রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৫৫ ডেঙ্গু রোগী শনাক্ত

সিভিল সার্জন বলেন, ডেঙ্গু এখন গ্রামেও ছড়িয়ে গেছে। আক্রান্ত রোগীদের অনেকেই এখন গ্রাম থেকে আসছেন।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2024, 03:55 AM
Updated : 10 Feb 2024, 03:55 AM

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে আরও ৫৫ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বুধবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ইব্রাহিম টিটোন এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন শনাক্ত হওয়া রোগীরা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমান জেলার হাসপাতালগুলোতে ১৩৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন আরও বলেন, ডেঙ্গু এখন গ্রামেও ছড়িয়ে গেছে। আক্রান্ত রোগীদের অনেকেই এখন গ্রাম থেকে আসছে। ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদের সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।

চলতি বছরে এ পর্যন্ত জেলায় এক হাজার ৯৬৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন; এর মধ্যে এক হাজার ৮২৮ সুস্থ হয়েছেন বলে জানান তিনি।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]