বরিশালে ডেঙ্গুতে কিশোরসহ তিনজনের মৃত্যু

উপ-পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় এ বিভাগে নতুন করে ৩৩৯ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বরিশাল প্রতিনিধি
Published : 17 March 2024, 08:32 PM
Updated : 17 March 2024, 08:32 PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোর ও দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৫ জনে।

রোববার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।

মৃতরা হলেন- বরগুনার সদর উপজেলার বাসিন্দা আবিদ (১৬), পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা মারুফা (৩৫) এবং বরিশালের বিমানবন্দর এলাকার বাসিন্দা আলেয়া বেগম (৬৭)।

উপ-পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় এ বিভাগে নতুন করে ৩৩৯ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ১১২ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৪ হাজার ৮২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৫৯০ জন।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]