মুন্সীগঞ্জে দুই বাসের সংঘর্ষে বহু আহত, ৭ জন ঢাকায়

গুরুতর আহত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে; বাকিদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2022, 06:18 PM
Updated : 8 August 2022, 06:18 PM

মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়ানো একটি বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার কেউটখালীতে এ দুর্ঘটনা ঘটে বলে হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ জানান।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে মাওয়াগামী ইলিশ পরিবহনের একটি বাস কেউটখালী এলাকায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল। এ সময় দক্ষিণাঞ্চলগামী সোহাগ পরিবহনের আরেকটি বাস ইলিশ পরিবহনের বাসটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে সোহাগ পরিবহনের বাসের সামনের অংশ ও ইলিশ পরিবহনের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাহামিনা খান জানান, ছয় জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ জানান, এই সংঘর্ষের পর কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। রেকার এনে সড়ক থেকে বাস দুটি সরানো হয়েছে। মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক আছে। দুটি বাসই জব্দ করা হয়েছে। তবে চালকদ্বয় পালিয়ে গেছে।

আহতদের মধ্যে রয়েছেন শ্রীনগর উপজেলার কামারগাঁওয়ের শাহানাজ (৩০), শ্রীনগর সদরের মেহেদী (৩০), মারিয়া (৩০), কোলাপাড়ার দক্ষিণ পাইকশা গ্রামের রাব্বি (১০), মর্জিনা (৪০), কেউটখালী গ্রামের মাকসুদা আক্তার (৪০), আয়সা সিদ্দিকা (২৭), লৌহজংয়ের মালির অঙ্ক এলাকার রাজিব (৩০), যশলদিয়া গ্রামের এরশাদ (৫০), শরীয়তপুরের সুমন (৩০), নারায়ণগঞ্জের রাসেল (৪১), যশোরের আলমগীর (১৮), ঢাকার হুজাইফা (৪)।