“সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মুছে ফেলার কোন নির্দেশনা এখনও পাইনি।”
Published : 13 Aug 2024, 08:11 PM
সরাকারি কোন নির্দেশনা আসার আগেই নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় থেকে মুছে ফেলা হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাম।
বুধবার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে শেখ কামাল ও পাঠাগার থেকে শেখ রাসেলের নামও মুছে ফেলা হয়। একই সঙ্গে পাঠাগারটির উদ্বোধনী ফলক থেকে মুছে ফেলা হয় সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।
এ নিয়ে এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।
কোটালীপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন, “সরকারি কোন নির্দেশনা আসার আগেই আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মুছে ফেলায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।”
“আমরা তদন্ত করে দেখব এই ঘটনায় কারা কারা জড়িত। জড়িত ব্যক্তিরা যদি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিমল বিশ্বাস বলেন, “কে বা কারা বিদ্যালয়ের শেখ রাসেল পাঠাগার থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রাসেল ও একাডেমিক ভবন থেকে শেখ কামালের নাম মুছে ফেলেছে তা আমাদের জানা নেই।”
জানা গেছে, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল গাঠাগারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়টির প্রাঙ্গনে এক জনসভায় ভাষণ দেন তিনি।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, “আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ এলাকায় এমন ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা খুবই লজ্জিত। দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিকভাবে এটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, “আমরা কোন প্রতিষ্ঠান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মুছে ফেলার কোন নির্দেশনা এখনও পাইনি। যদি কেউ কোন প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলে সেটা একান্তই তাদের বিষয়।”