২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
Published : 07 Oct 2024, 10:56 PM
হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম পঞ্চম আদালতের বিচারক স্বাগত সৌম্য তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার।
সাবেক এই সংসদ সদস্যকে রোববার রাতে ঢাকার গুলশান থানার নিকেতনের বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পরে তাকে আদালতে হাজির করে ২০২১ সালের একটি হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে আন্দোলন হয়। তখন সরাইল বিশ্ব রোড মোড় এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় গুলিতে কাঁটা নিসার গ্রামের লিটন মিয়া নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মাওলানা সুলতান উদ্দিন সাবেক সংসদ সদস্য শিউলি আজাদসহ ৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুই থেকে তিনশ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।