ঘুমন্ত অবস্থায় মা ও দুই শিশু মাটি চাপা পড়ে। পরিবারের অন্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
Published : 18 Aug 2024, 11:41 AM
কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে মাটি চাপায় দুই শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে।
রোববার ভোর রাত ৩টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের জারুলবনিয়া সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়।
নিহতরা হলেন, ওই এলাকার মো. সরওয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম (৩২) এবং শিশু কন্যা তোহা (৮) ও ময়না (১৩)। বাড়িতে ঘুমন্ত অবস্থায় মাটি চাপায় তারা মারা যান।
স্থানীয়দের বরাতে সাইফুল ইসলাম জয় বলেন, শনিবার দিনভর পেকুয়ায় থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়েছে। মধ্যরাত থেকে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়। ভোর রাতে পাহাড়ের খাদের নিচে বসবাসকারী সরওয়ার আলমের টিনশেড সেমিপাকা বসত ঘরের উপর বড় একখণ্ড মাটি ধসে পড়ে।
“এতে ঘুমন্ত অবস্থায় মা ও দুই শিশু মাটি চাপা পড়ে। পরিবারের অন্য লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।”
পরে সকালে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মা-মেয়েদের মৃত অবস্থায় উদ্ধার করেছে।
ইউএনও সাইফুলে আরও বলেন, নিহতদের লাশ নিজেদের বাড়িতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।