“বিগত ৫ বছর কাজ করেছি, অনেক প্রতিকূল পরিস্থিতি গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত কঠিন সময় দারুণভাবে গিয়েছে।”
Published : 24 Dec 2023, 05:20 PM
খেলা রক্তের সঙ্গে মিশে আছে বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।
রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মাশরাফি বলেন, “আসলে আমার রক্তের ভেতরেই খেলাধুলা। আমার পরিচয় খেলা দিয়েই। খেলাধুলার সাথে সংসদ সদস্যর মিলানোর কোনো সুযোগ নেই। যতদিন বেঁচে থাকব খেলার সাথে থাকবো।”
লোহাগড়া উপজেলা, আর কালোড়া ইউনিয়ন, বিচালি ইউনিয়ন, ভদ্রবিলা ইউনিয়ন, সিঙ্গাশোপুর ইউনিয়ন, শেখ হাটি ইউনিয়ন ব্যতীত নড়াইল সদর উপজেলা নিয়ে নড়াইল-২ আসন গঠিত।
ক্যারিয়ারে দেড় যুগ ক্রিকেট খেলে মাশরাফি রাজনীতিতে আসেন ২০১৮ সালে। ওই বছরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে দাঁড়িয়ে এমপি নির্বাচিত হন তিনি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ককে এবারও নড়াইলের এই আসন থেকে প্রার্থী করেছে ক্ষমতাসীন দল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সংসদ সদস্য বলেন, “নির্বাচনের নীতিমালা আছে, আগে থেকে কোনো কমিটমেন্ট করা যাবে না। নির্বাচনে বিজয়ী হলে কর্মের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতে হবে। শত প্রতিকূল পরিস্থিতির ভেতর থেকেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। দেখা যাক, এবার কি হয়।
“বিগত ৫ বছর কাজ করেছি, অনেক প্রতিকূল পরিস্থিতি গিয়েছে। করোনা মহামারী, তারপর অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত কঠিন সময় দারুণভাবে গিয়েছে। আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে এবার কাজের প্রক্রিয়া আরও বাড়বে ও ভালো হবে।”
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন মাশরাফি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন তিনি।
এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম নবী, শ্রম বিষয়ক সম্পাদক জহিরুল হক, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন কুমার চক্রবর্তীসহ নির্বাচনি এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।