নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌপথে নাব্য সংকটে ফেরিটি আটকা পড়ে বলে জানায় বিআইডাব্লিউটিসি।
Published : 23 Feb 2024, 05:06 PM
পদ্মা নদীর ডুবোচরে আটকা পড়া একটি ফেরি ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে বিআইডাব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ।
বৃহস্পতিবার রাতে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌপথে নাব্য সংকটে আটকা পড়া ফেরিটি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ধাওয়াপাড়া ঘাটে নিয়ে আসা হয়।
বিআইডাব্লিউটিসি নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া রুটের ম্যানেজার মোহা. মহিউদ্দিন রাসেল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর ১০টি গাড়ি ও বেশ কয়েকজন যাত্রী নিয়ে নাজিরগঞ্জ ঘাট থেকে যাত্রা শুরু করে ফেরিটি। রাত সাড়ে ৮টার দিকে নদীর মাঝপথে ডুবোচরে আটকা পড়ে ফেরিটি।
মূল চ্যানেল থেকে ৫০ ফিট দূরে সরে যাওয়ায় ফেরিটি আটকা পড়ে বলে জানান তিনি।
ঘাট কর্মকর্তারা জানিয়েছেন, ডুবোচরে আটকা পড়া ফেরিটির যাত্রী ও যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ফেরিতে থাকা যাত্রীরা আতঙ্কিত ছিলেন। বিশেষ করে শিশু ও নারীরা দুশ্চিন্তায় পড়েন।
ফেরির যাত্রীরা ঘাট পাড়ের লোকজনকে ফোন করে বিষয়টি অবহিত করেন বলে জানান নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিফা সাব্বির আহমেদ রাজু।
তিনি বলেন, “আমরা নিজস্ব ব্যবস্থাপনায় ফেরির যাত্রীদের হালকা খাবার ও পানীয় জলের ব্যবস্থা করি।”
খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ক্ষণিকা ও টাগবোট ১২ ঘণ্টা পর ফেরিটিকে মাঝ নদী থেকে টেনে ধাওয়াপাড়া ঘাটে নিয়ে আসে বলে জানান মহিউদ্দিন রাসেল।
তিনি বলেন, পদ্মায় পানি প্রবাহ কমে যাওয়ায় কয়েকদিন ধরে নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে। এতে ফেরি চলাচল বিঘ্ন ঘটছে।
ইতোমধ্যে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া পথে নদী খননকাজ শুরু হয়েছে; দ্রুত এ সমস্যা কেটে যাবে বলে জানান বিআইডাব্লিউটিসিয়ের এ কর্মকর্তা।