কিশোরগঞ্জে নৌকা বাইচ দেখতে গিয়ে ডুবে ৩ জন নিখোঁজ

অন্যদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে একটি নৌকায় থেকে বাইচ দেখছিলো দুই শিশুসহ তিনজন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2022, 09:11 AM
Updated : 20 Sept 2022, 09:11 AM

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাহেবেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হোসেনপুর থানার ওসি মো. মাসুদ আলম।

নিখোঁজ হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম (৩৫), ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সিফাত (১৬) এবং একই গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াছিন (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পুরাতন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা দেখতে ঢল নামে হাজারো মানুষের। অন্যদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে একটি নৌকা থেকে সিফাত ও ইয়াছিনও নৌকাবাইচ দেখছিলো।

এ সময় অন্য একটি নৌকার ধাক্কায় হঠাৎ নৌকাটি ডুবে যায়। তবে অন্য দর্শনার্থীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও শামীম, সিফাত ও ইয়াছিনকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, ডুবুরি দল উদ্ধার কাজ শুরুর ঘণ্টাখানেক পর রাত হয়ে যাওয়ায় বন্ধ ছিল। তবে মঙ্গলবার সকাল থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।