শেরপুরে ভরদুপুরে শেয়ালের কামড়ে নারী-বৃদ্ধসহ আহত ৮

আহতরা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2024, 06:17 PM
Updated : 16 March 2024, 06:17 PM

শেরপুরের নকলা উপজেলায় শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের দশকাহনিয়া, নামা কৈয়াকুড়ি ও আমানিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান।

আহতরা হলেন- উপজেলার পাঠাকাটা ইউনিয়নের আমানিয়াকান্দা গ্রামের মতিউর রহমানের স্ত্রী বেনুজা বেগম (৬৫), দশকাহনিয়া গ্রামের এসহাক আলীর স্ত্রী জাহানারা বেগম (৩৫), একই এলাকার আমির উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৫৭), আব্দুর রশিদের স্ত্রী রহিমা বেগম (৪০), নূরল আমিনের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), আব্দুল মালেকের ছেলে হেলাল মিয়া (২৬), আশরাফ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৮০) এবং নামা কৈয়াকুড়ি গ্রামের কালি শেখের ছেলে হানিফ উদ্দিন (৭৫)।

আহতরা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, "পাগলা শেয়ালের কামড়ে আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তাদের ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।"