শনিবার গ্রেট স্টার্চ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেডের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।
Published : 22 Sep 2024, 01:02 AM
জমি সংক্রান্ত বিরোধের জেরে ফরিদপুরে একটি কারখানার সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে ফরিদপুর পৌরসভার মহারাজপুর এলাকায় গ্রেট স্টার্চ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেডের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রিপন কুমার দাস।
এ ঘটনায় কর্তৃপক্ষ অভিযোগ দিয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের কোতোয়ালী থানার এসআই মো. মারুফ হোসেন।
তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগে বলা হয়েছে, কারখানার সীমানা প্রাচীর নির্মাণের সময় দিন-দুপুরে তার আংশিক ভেঙে ফেলা হয়। স্থানীয় লুৎফর রহমান জমাদ্দার (৪০) ও ইয়াসিন জমাদ্দার (৩৮) সহ কয়েকজন এতে অংশ নেন।
গ্রেট স্টার্চ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপ্ত দাস বলেন, এ ঘটনায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইয়াসিন জমাদ্দার বলেন, “আমাদের জমিতে সীমানা প্রাচীর দেওয়া হচ্ছে বিধায় আমরা ভেঙে দিয়েছি। আমরা কারো সীমানা প্রাচীর ভাঙিনি। আমাদের জমিতে দেওয়া হয়েছে বলেই ভেঙেছি।”
তবে, এটা ভুল হয়েছে বলে স্বীকার করেন তিনি।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।”