আটকদের মধ্যে ৩১ শিশুও রয়েছে।
Published : 11 Nov 2024, 08:48 PM
বান্দরবানের আলীকদমের পাহাড়ি এলাকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৮৪ রোহিঙ্গাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সোমবার সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশের সময় উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তিনটি পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন।
সংশ্লিষ্টরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করা হয়েছে। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে রোহিঙ্গারা।
গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকটি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
ওসি মীর্জা জহির উদ্দিন বলেন, “আটক রোহিঙ্গাদের পুশব্যাক করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব বলেন, “সকালে তিনটি পৃথক অভিযানে এইসব রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা নাগরিকদের কক্সবাজারের রামু সীমান্ত এলাকা দিয়ে পুশব্যাক করার প্রক্রিয়া চলমান রয়েছে। ”