নাটোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2024, 04:12 AM
Updated : 18 Feb 2024, 04:12 AM

নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার মাঝরাতে উপজেলার মশিন্দা বাহাদুর পাড়ায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

গ্রেপ্তার রতন আলী (২৮) বাহাদুর পাড়ার বাসিন্দা। তার স্ত্রী সীমা খাতুন (২৮) ২৮ সেপ্টেম্বর নিহত হন। এই দম্পতির পাঁচ বছরের মেয়ে এবং তিন বছরের ছেলে রয়েছে। 

ঘটনার রাতেই নিহতের ভাই মশিন্দা রানীগ্রামের বাসিন্দা রুবেল আহমেদ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার বরাতে তদন্ত কর্মকর্তা এসআই মাজহারুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে ২৮ সেপ্টেম্বর দুপুরে রতন তার স্ত্রী সীমাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করেন। অবস্থার অবনতি হলে তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মাথাই সেলাই ও চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়।

বাড়িতে নিয়ে আসার পর সীমা বমি করতে থাকেন। তখন স্বামীর পরিবার থেকে প্রতিবেশীদের বলা হয়, সীমা বিষ খেয়েছেন। তারপর আবার তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসক সীমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথেই তিনি মারা যান বলে মামলায় উল্লেখ করা হয়।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৪ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]