‘ডাকাতরা’ অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যকে জিম্মি করে অর্ধলাখ টাকা, ৮ ভরি সোনার গহনা ও মোবাইল ফোন লুটে নেয় বলে অভিযোগ।
Published : 01 Feb 2025, 06:30 PM
গাজীপুরের শ্রীপুরে স্কুলশিক্ষকের বাড়ি থেকে টাকা ও সোনার গহনা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে একদল মুখোশধারীর বিরুদ্ধে।
শনিবার ভোরের দিকে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা (বাবু বাজার) গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাম্মী আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান। তার দাবি, এটি চুরির ঘটনা।
তবে ওই স্কুলশিক্ষিকার স্বামী রাজিব হাসান খান শাওন বলেন, “রাত ৩টার দিকে ১০-১৫ জনের একটি দল গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। হাফপ্যান্ট পরা কারো মুখোশ, কারো মুখে কালি লাগানো ছিল।”
শাওনের অভিযোগ, তার হাত-পা বেঁধে মাথার ওপর রামদা ধরে স্ত্রী শাম্মী আক্তার ও স্কুল পড়ুয়া দুই ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
পরে ডাকাতরা ঘরের ওয়্যারড্রোব ও আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা, ৮ ভরি সোনার গহনা ও দুইটি মোবাইল ফোনসহ মালামাল লুটে নেয়।
শ্রীপুরের মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হাসান বলেন, “ঘটনাস্থলে গিয়ে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুষ্কৃতকারীরা কৌশলে দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে। দরজায় ধাক্কা দিলে ছিটকেনি খুলে গেলে তারা ঘরে ঢুকে টাকা-গহনাসহ মালামাল লুটে নেয়। "
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এসআই নাজমুল।
একই কথা জানিয়েছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল।