মানিকগঞ্জে নিখোঁজের দুই দিন পর পদ্মায় মিলল জেলের লাশ

ইউপি সদস্য জানান, রোববার বিকালে একা মাছ ধরতে গিয়ে নদীতে পরে যান হারুন।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2024, 10:16 AM
Updated : 12 March 2024, 10:16 AM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর পদ্মা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার শোয়াখাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায় বলে ফরিদপুর নৌ পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী জানান।

নিহত হারুন মোল্লা (৫০) উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকার জালাল মোল্লার ছেলে।

আজিমনগর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আব্দুল হালিম বলেন, রোববার বিকালে একা মাছ ধরতে গিয়ে নদীতে পরে যান হারুন। গত দুই দিন নদীতে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

“আজ সকালে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। মনে হয় স্ট্রোক করেছিলেন তিনি।”

হরিরামপুর থানা ওসি শাহ নুর এ আলম বলেন, ফরিদপুর নৌ পুলিশকে অবহিত করেছি। তারা বিষয়টি দেখছেন।

ফরিদপুর নৌ পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী বলেন, দুইদিন আগে নিখোঁজ ব্যক্তির মরদেহ পরিবারের লোকজনসহ স্থানীয়রা উদ্ধার করেছে। তিনি স্ট্রোক করে নদীতে পরে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। মরদেহ দাফন করা হয়েছে।