আলুর দাম বেড়েছে সিন্ডিকেটের কারণে: কৃষিমন্ত্রী

“আলুর দাম এতটা হওয়া উচিত নয়; আমরা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি” বলেন, আব্দুর রাজ্জাক।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2024, 09:16 AM
Updated : 29 March 2024, 09:16 AM

আলুর দাম বাড়ার পেছনে তিনটি কারণের কথা বলেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, “গত বছর দাম কম পাওয়ায় এ বছর আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। তাছাড়া আমরা কিছু আলু রপ্তানি করেছি।

“তারপরও আলুর দাম এতটা হওয়া উচিত নয়। এটি হয়েছে সিন্ডিকেটের কারণে। আমরা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।”

বুধবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ নেতা বলেন, “৪৮ দিনের আল্টিমেটামেও বিএনপি সফল হবে না। বিএনপি ১৫ বছর ধরে আন্দোলন করে যেখানে ছিল, সেখানেই আছে।

“আমার শুধু দুঃখ লাগে, বিএনপির আন্দোলন আবারও ব্যর্থতায় পর্যবসিত হবে আর তাদের কর্মীরা হতাশায় নিমজ্জিত হবে।

এ সময় মার্কিন ভিসা নীতি নিয়ে কৃষিমন্ত্রী বলেন, “কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমেরিকা ভিসা নীতি দিয়ে থাকতে পারে। কী কারণে সেটি করেছে, তা জানি না। আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জানুয়ারি মাসেই নির্বাচন হবে। কারও ভিসা নীতিতে আমাদের কিচ্ছু যায় আসে না। ভিসা দিয়ে বা না দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না।”

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে মেলার উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম সোহরাব উদ্দিন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান জস্টিনা নকরেক।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]