নিহতদের ভাই জানিয়েছে, রোববার রাত ১১টার সময়ও তার দুই বোন ও দুলাভাই গল্প করছিল। পরে ভোরে তিনি দুই বোনের লাশ দেখতে পান।
Published : 03 Mar 2025, 01:01 PM
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বাড়ি থেকে এক তরুণি ও তার কিশোরী বোনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে তরুণির স্বামী পলাতক।
সোমবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কসবা থানার ওসি মো. আব্দুল কাদের।
নিহতরা হলেন- জ্যোতি আক্তার (২০) ও স্মৃতি আক্তার (১৩)। তারা ওই গ্রামের রওশন আলীর মেয়ে।
বছর দেড়েক আগে বিয়ে হওয়া জ্যোতি তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিল। আর স্মৃতি স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
জ্যোতির স্বামী আমীর হোসেন (২৮) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।
নিহতদের ভাই মো. জাহিদ জানিয়েছে, রোববার রাত ১১টার সময়ও তার দুই বোন ও দুলাভাই গল্প করছিল। পরে ভোরে তিনি দুই বোনের লাশ দেখতে পান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ইউনুস পাঠান বলেন, খবর পেয়ে তারা এসে বিছানায় দুই বোনের লাশ দেখতে পান। তাদের শরীরে কোনো আঘাত না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জ্যোতির স্বামী আমীর হোসেন পালিয়ে গেছে। কী কারণে দুবোনকে হত্যা করা হয়েছে এ বিষয়ে স্থানীয় বা পরিবারের লোকজন নিশ্চিত করে বলতে পারেননি।
কসবা থানার ওসি মো. আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার পর থেকে ভোর ৫টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সুরতহালে স্মৃতি আক্তারের গলায় একটু দাগ পাওয়া গেছে তবে জ্যোতির শরীরের কোথাও দাগ বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে তাদের হত্যা করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে, তদন্ত রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে ওসি জানান।